thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সাগরে ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ

২০১৪ জানুয়ারি ২০ ১৯:০৩:৫৮
সাগরে ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত ইলিশ ধরা একটি ট্রলার ডুবিতে তিন জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজরা হলেন- এনছান আলী (২৫), জাকারিয়া (১৫) ও আদার (১৫)। আবু বকর (২৫) নামে অপর একজনকে রবিবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় জেলেরা উদ্ধার করেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গামতি সংলগ্ন সাগরবক্ষে শুক্রবার বিকেলে নৌকাটির নিচের তক্তা ভেঙে ডুবে যায়।

আড়ত মালিক নাসির আকন্দ বলেন, ইঞ্জিনচালিত (ডান্ডি জালের) একটি ট্রলার নিয়ে সাগরে যাওয়ার পরে এরা সবাই নিখোঁজ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি তিনজনের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/বিডি/এপি/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর