thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুবির ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে ছাত্রলীগ

২০১৪ জানুয়ারি ২০ ১৯:৩৫:০৯
কুবির ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে ছাত্রলীগ

কুমিল্লা সংবাদাদাতা : ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমসহ ২০৭ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সোমবার থেকে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আশরাফকে ফোন করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, ‘স্যার, জরুরি মিটিংয়ে আছেন।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার বিকেলে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাদেমুল বাহার বাদী হয়ে ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমসহ ২০৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কুবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম দ্য রিপোর্টকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতের কর্মকর্তাদের ইন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দিয়েছে পুলিশ।

মামলা তুলে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমএআর/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর