thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

রাবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ২০ ১৯:৪০:২৭
রাবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

রাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কনিকার পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ফোকলোর বিভাগের শিক্ষিকা সুস্মিতা চক্রবর্তী, বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উৎসব মোসাদ্দেক, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন সুজন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শশী, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বকশি প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, বর্তমানে প্রশাসন বাণিজ্যিকভাবে সান্ধ্যকালীন কোর্স চালুর নামে শিক্ষা ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সকল প্রকার বাণিজ্যিক কোর্স বাতিল করার জোর দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএএ/এপি/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর