thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

২২ ও ২৩ জানুয়ারি জাপার ফরম বিতরণ

২০১৪ জানুয়ারি ২০ ১৯:৪৬:৪১
২২ ও ২৩ জানুয়ারি জাপার ফরম বিতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২২ ও ২৩ জানুয়ারি জাতীয় পার্টির উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় (৬৬ কাকরাইল) থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের সোমবার বিকেলে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র সংগ্রহ করতে চেয়ারম্যান প্রার্থীর জন্য পার্টি তহবিলে তিন হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য দুই হাজার টাকা করে পার্টি তহবিলে জমা দিতে হবে। ২৩ জানুয়ারি বিকেলে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ফরম বিতরণের উপজেলাগুলো হলো- খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা, মহালছড়ি, মানিকছড়ি ও পানছড়ি, ঝিনাইদহের সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও শৈলকুপা, মাগুরার সদর, শ্রীপুর উপজেলা, ভোলার লালমোহন, মানিকগঞ্জের শিবালয়, বাজিতপুর, দৌলতপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া, গাজীপুরের কাপাসিয়া, রাজবাড়ীর সদর, পাংশা, বালিয়াকান্দি, পঞ্চগড়ের সদর, বোদা, আটওয়ারী, দেবীগঞ্জ, রংপুরের সদর, তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, গঙ্গাচড়া ও কাউনিয়া, কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও উলিপুর, গাইবান্ধার সাঘাটা, গোবিন্দগঞ্জ, বগুড়ার দুপচাচিয়া, ধুনট, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শেরপুর ও সোনাতলা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নাটোরের সিংড়া, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়া, মেহেরপুর সদর, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, নড়াইলের কালিয়া, জামালপুরের সদর ও সরিষাবাড়ী, গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর, মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের ভেদরগঞ্জ, জাজিরা, জামুড্যা, গোসাইরহাট, নরসিংদীর পলাশ ও বেলাবো, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক, সিলেটের বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনহাট ও জৈয়ন্তাপুর, হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর, চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই, নওগাঁর রানীনগর ও মহাদেবপুর, সাতক্ষীরার আশাশুনি, কিশোরগঞ্জের করিমগঞ্জ, বাজিতপুর ও নিকলী, রাজশাহীর মোহনপুর, পাবনার সুজানগর, সাঁথিয়া ও আটঘরিয়া, খুলনার দিঘলিয়া ও কয়রা, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া, দিনাজপুরের কাহারোল ও খানসামা, নীলফামারীর ডিমলা, সৈয়দপুর ও জলঢাকা, যশোরের অভয়নগর, নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়া, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা।

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর