thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঢাবির হলে লিফটের নিচে পড়ে যুবক নিহত

২০১৪ জানুয়ারি ২০ ২০:২৩:৩২
ঢাবির হলে লিফটের নিচে পড়ে যুবক নিহত

ঢাবি প্রতিবেদক : মামার সঙ্গে দেখা করতে এসে লিফটের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিজে হার্টস হলে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম নাম সোহেল। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বাবুল মুন্সীর ভাগ্নে।

হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফর রহমান সন্ধ্যায় এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

হলের প্রভোস্ট লুৎফর রহমান বলেন, সোহেল তার মামার সঙ্গে দেখা করতে এসে লিফটের নিচে চাপা পড়ে। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

তবে সোহেল কিভাবে সেই লিফটের নিচে গেলো তা এখনও জানা যায় নি বলে জানান প্রভোস্ট।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়েল প্রকৌশলী বাহিনী সেখানে উপস্থিত হলে তারা জানান, লিফট ছিড়ে পড়ে নি। কিন্তু তারপরও কিভাবে সোহেল লিফটের নিচে গিয়ে চাপা পড়ে তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর