thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এবার কলকাতার ব্যস্ত সড়কে গণধর্ষণ

২০১৪ জানুয়ারি ২০ ২০:৩৩:৫২
এবার কলকাতার ব্যস্ত সড়কে গণধর্ষণ

দ্য রিপোর্ট ডেস্ক : বিদেশী নাগরিককে গণধর্ষণের রেশ কাটাতে না কাটতেই এবার ভারতের কলকাতায় গণধর্ষণের শিকার হল ২১ বছর বয়সী এক তরুণী। কলকাতার একটি বৃহৎ শপিংমলে কাজ করা ওই তরুণী রবিবার রাতে এ নৃশংসতার শিকার হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নির্যাতিতাকে হাওড়া স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাওড়া সিটি পুলিশ এ ঘটনায় একটি এফআইআর রেজিস্ট্রার করেছে। মামলাটি কলকাতার বন্দর বিভাগ ওয়াতগাং পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করা হবে। এ মামলায় ইতোমধ্যে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের কার্যক্রম শুরু করেছে।

জানা যায়, রবিবার রাত সাড়ে সাতটার দিকে হাওড়ার বাসিন্দা ওই তরুণী মল থেকে তার সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বের হন। হেস্টিংস ক্রসিংয়ে এসে বাসায় পৌঁছার জন্য ট্যাক্সি নেন।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই তরুণীকে বহনকারী ট্যাক্সিটি গঙ্গার কাছে প্রিন্সেপ ঘাট পার হওয়ার পরপরই পাঁচজন লোক ট্যাক্সিটি থামায়। এ সময় তারা অস্ত্রের মুখে জোর করে ওই তরুণীকে তুলে নিয়ে যায়। পার্ক করা একটি ট্রাকের পেছনে নিয়ে তারা তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর তাকে সেনাবাহিনীর একটি ব্যারাকের কাছে ফেলে রেখে চলে যায়।

এ সময় তরুণীর কাছ থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেয় দুর্বৃত্তরা।

সারারাত অজ্ঞান থাকার পর সোমবার সকালে তরুণীর জ্ঞান ফেরে। এ সময়ও তার রক্তক্ষরণ হচ্ছিল। তাকে সাহায্য করতে এ সময় কেউ এগিয়ে আসেনি। সে নিজেই তখন ফেরি পার হয়ে হাওড়া পুলিশ স্টেশনে যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর