thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এক হাজার সৈন্য পাঠাবে ইইউ

২০১৪ জানুয়ারি ২০ ২২:০৯:০৬
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এক হাজার সৈন্য পাঠাবে ইইউ

দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে এক হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে সোমবার এক বৈঠকে ইইউ’র অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ সিদ্ধান্ত নেয়। খবর আলজাজিরার।

এই মিশনটির জন্য চলতি সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অনুমতি পাওয়ার আশা করছেন ইইউ’র কর্মকর্তারা। অনুমতি পেলে ফেব্রুয়ারির শেষের দিকে সৈন্য পাঠানো শুরু করবে ইইউ।

কোন কোন দেশ তাদের সৈন্য পাঠাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এস্তানিয়া, লিথুনিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড ও সুইডেন সৈন্য পাঠাতে পারে বলে কূটনীতিকরা জানিয়েছেন।

এদিকে ব্রিটেন, জার্মানি ও ইতালি তাদের সৈন্য পাঠাবে না বলে ইইউকে জানিয়ে দিয়েছে।

ইতোমধ্যে ফ্রান্সের ১,৬০০ সৈন্য দেশটিতে অবস্থান করছে।

ওদিকে, দেশটির জাতীয় অন্তর্বর্তীকালীন কাউন্সিল নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর