thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাবনায় নকল সিগারেট উদ্ধার, আটক ২

২০১৪ জানুয়ারি ২০ ২২:২৭:২৮
পাবনায় নকল সিগারেট উদ্ধার, আটক ২

পাবনা সংবাদদাতা : জেলার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ব্রিটিশ টোব্যাকোর প্রায় এককোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট, সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত হাসানুল হক উজ্জল (৩২) ও আল-আমিন (২২) নামের দুইজনকে আটক করা হয়েছে।

উপজেলার বিমানবন্দর রোড এলাকার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে সোমবার বিকেল ৫টার দিকে এ সব উদ্ধার করা হয়।

আটক উজ্জল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে ও আল-আমিন রাজশাহীর মতিহার থানার নতুন বুথপাড়ার আমির হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ দ্য রিপোর্টকে জানান, উদ্ধার করা নকল সিগারেট জব্দ করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে। গ্রেফতার করা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জব্দ করা সিগারেটের মূল্য প্রায় কোটি টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর