thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

মাদারীপুরে হিন্দু বাড়ি ও মন্দির ভাঙচুর

২০১৪ জানুয়ারি ২০ ২২:৩৫:০১
মাদারীপুরে হিন্দু বাড়ি ও মন্দির ভাঙচুর

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউকুড়ি গ্রামে একটি মনসা মন্দির ও প্রতিমা ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তর কাউকুড়ি গ্রামের সন্ত্রাসী ধলু মাতুব্বর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুবাস দত্তের বাড়িতে হামলা করে।সন্ত্রাসীরা বাড়িতে থাকা মনসা মন্দির ও প্রতিমা ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় সবিতা দত্ত (৩৮) ও অনিমা দত্ত (৩২) গুরুতর আহত হলে তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় স্থানীয় কয়েকটি হিন্দু পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন।

ক্ষতিগ্রস্ত সুশীল কুমার দাস জানান, আমরা জমিজমা সংক্রান্ত মামলার জন্য মাদারীপুর কোর্টে ছিলাম। তখন সন্ত্রাসীরা এসে আমাদের বাড়িঘরে হামলা করে মন্দির ভেঙে ফেলেছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এপি/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর