thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের জামিন

২০১৪ জানুয়ারি ২০ ২৩:০২:৪১
সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের জামিন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। ধর্মপাশা উপজেলা আদালতে সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরীসহ নেতাকর্মীরা জামিন চেয়ে আদালতে হাজিরা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

১৫ জানুয়ারি বুধবার দুপুরে ধর্মপাশা ব্রিজ এলাকায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানার এসআই মকবুলুর রহমান বাদী হয়ে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিন্দ্র পাল বাদী হয়ে ১৫০ জনকে আসামি করে এবং আওয়ামী লীগের আরেক নেতা চান মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ওইদিন রাতে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলা তিনটিতে প্রধান আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরীকে।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর