thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে পুলিশের ছেলের আত্মহত্যা

২০১৪ জানুয়ারি ২১ ০১:০৩:১১
রাজধানীতে পুলিশের ছেলের আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় সালাউদ্দিন সজীব (১৬) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি র‌্যাবের প্রধান কার্যালয়ের এএসআই পদে কর্মরত।

ক্যান্টনমেন্ট এলাকার ৪১/২ নম্বর বাসা থেকে সোমবার রাত ৮টার দিকে সজীবের ঝুলন্ত লাশ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

নিহতের বাবা এএসআই আলাউদ্দিন জানান, সজীব এসএসসি পরীক্ষার্থী ছিল। সে পড়ালেখা না করায় বকা দেওয়া হয়। এতে সজীব অভিমান করে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন দ্য রিপোর্টকে জানান, আনুমানিক সাড়ে ৭টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আর পুলিশ ৮টার দিকে সজীবের লাশ উদ্ধার করে।

তবে সজীবের বাবার কোনো অভিযোগ না থাকায় লাশের কোনোপ্রকার ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর