thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জবি শিক্ষকের ওপর হামলায় তদন্ত কমিটি

২০১৪ জানুয়ারি ২১ ০৬:৩০:২৯
জবি শিক্ষকের ওপর হামলায় তদন্ত কমিটি

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাসের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল আলম খান ও প্রক্টর ড. অশোক কুমার সাহা।

এ ব্যাপারে ড. মীজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তদন্ত কমিটির কাছে গোপনে বা প্রকাশ্যে, লিখিত বা মৌখিকভাবে জানাতে। এ ছাড়া এ বিষয়ে পুলিশি তদন্তও চলছে।’

এদিকে শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সোমবার দুপুরে ক্যাম্পাসে মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জবি শিক্ষক সমিতি। এ সময় তারা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি রাতে রাজধানীর রমনার একটি রেস্তোরাঁর সামনে দুর্বৃত্তরা ড. সরকার আলী আক্কাসের ওপর হামলা চালায়।

(দ্য রিপোর্ট/এলআরএস/এনডিএস/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর