thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিরিয়া শান্তি আলোচনায় ইরানকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার

২০১৪ জানুয়ারি ২১ ০৯:৩৯:০৬
সিরিয়া শান্তি আলোচনায় ইরানকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিয়া শান্তি আলোচনায় অংশ নিতে ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি সম্মেলনের মূল বিষয় সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায় তেহরানের সমালোচনা করেছেন।

এ ছাড়া আসাদ সরকারের অন্যতম সমর্থক ইরানকে আমন্ত্রণ জানানোর ফলে বিদ্রোহীদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ‍ও পশ্চিমা বিশ্বও নাখোশ হয়েছে।

এর আগে সিরিয়া শান্তি আলোচনায় ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বুধবার সুইজারল্যান্ডে দ্বিতীয় দফায় সিরিয়া শান্তি আলোচনা শুরু হচ্ছে। এতে সিরিয়ার সরকার ও বিরোধীরা অংশ নিচ্ছে। সিরিয়ায় তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিন বছর ধরে চলা এ সংঘাতে এ পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কমপক্ষে ২০ লাখ মানুষ দেশত্যাগ করছেন। প্রায় ৬৫ লাখ মানুষ নিজেদের বাসস্থান ত্যাগ করে দেশের ভেতরেই নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর