thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

লোকেশন থেকে

‘হ্যাপি বার্থ ডে টু ইউ’

২০১৪ জানুয়ারি ২১ ১০:২৫:১৭
‘হ্যাপি বার্থ ডে টু ইউ’

আদিত্য রুপু, দ্য রিপোর্ট : তেজগাঁওয়ের কোক স্টুডিওতে যখন নামলাম, ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ৭টার ঘরে। ১৯ জানুয়ারির শীতার্ত সন্ধ্যা। গেটের সামনে লোকজনের আসা-যাওয়া। সবাই খুব ব্যস্ততার ভঙ্গিতে চলাফেরা করছেন। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই সর্বপ্রথম যে শব্দগুচ্ছ কান স্পর্শ করল, তা হলো- ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’! একবার নয়, মুহুর্মুহু চলছিল সেই সুরেলা বার্তা! দ্য রিপোর্টের দুই প্রতিবেদক তখন প্রায় এক সঙ্গেই ভিমরি খাওয়ার জোগাড়! এ আমরা কোথায় এলাম! বিজ্ঞাপনের নিউজ করতে এসে ভুল করে কারও বার্থ ডে পার্টিতে চলে এলাম না তো! একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করছিলাম আমি ও আমার সহকর্মী প্রিয়াংকা।

আমাদের বিষ্ময় কাটল খুব দ্রুতই। নিউজ করতে আসা কাজটির সহকারী পরিচালক সোহেল আলীকে যখন দেখতে পেলাম। সোহেল আমাদের ভেতরে নিয়ে গেলেন। লাইটের আলোয় স্টুডিওর ভেতরে তখন দিন। ক্যামেরার সামনে-পেছনে একদল মানুষ। যেখানে দাঁড়িয়ে অভিনয়শিল্পীরা বার্থ ডে পার্টি করছিলেন সেই সেটটি পুরোপুরি সত্যিকারের জন্মদিনের উৎসবমুখর পরিবেশ তৈরি করে বানানো হয়েছে।

নতুন একটি টেলিভিশন পণ্যের বিজ্ঞাপন নির্মাণের কাজ চলছিল এখানে। লাস্ট টেক নিয়ে বিজ্ঞাপনটির নির্মাতা নাজমুস শাহাদাৎ নাজিম আমাদের সময় দিলেন। জানা গেল বিজ্ঞাপনটির চিত্রনাট্য। একটি বাড়ির এককোণে কিছু যুবক গিটার বাজাচ্ছে। বাড়িতে জন্মদিনের পার্টি হচ্ছে। একদল মানুষ কথা বলছে। কাজের ফাঁকে প্রত্যেকেই হা করে চেয়ে থাকে কিছু একটার দিকে! সেই ‘কিছু একটাই’ টেলিভিশন। এটাই বিজ্ঞাপনটির গল্প। পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি একদল নতুন মুখ নিয়ে এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন। ক্যামেরায় একসঙ্গে প্রায় ১৮-২০ জনকে পারফর্ম করতে দেখা যাবে। নির্মাতা নাজিম এ প্রসঙ্গে জানান, ‘গল্পের প্রয়োজনেই বেশি আর্টিস্ট নিতে হয়েছে। পণ্যের ঠিকঠাক উপস্থাপন এবং নির্মাণশৈলীর গুণে বিজ্ঞাপনটি সববয়সীদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

সহকারী পরিচালক সোহেল আমাদের জানান, ‘নাজিম ভাই একজন দক্ষ নির্মাতা। এর আগেও তিনি বিজ্ঞাপন ও নাটক-টেলিফিল্ম বানিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তার মতো অভিজ্ঞ একজনের কাজ সুন্দর না হয়ে পারে না।’

জানা গেল টানা দুই দিন চলবে শুটিংয়ের কাজ। আজ প্রথম দিনের কাজ চলছে। কলাকুশলীদের আরও কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। মানে, আপাতত কাজ শেষ। গেটের বাইরে দেখলাম বিরতির সুযোগে দুই-একজন আর্টিস্ট গল্প করছেন দাঁড়িয়ে। কিছুপথ হেঁটে রিকশা নিয়ে যার যার গন্তব্যে সে দিনের মতো চলে গেলাম। কানে তখনও বেজে চলছিল ‘হ্যাপি বার্থ ডে টু ইউ!’

(দ্য রিপোর্ট/এআর/এপি/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর