thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

২০১৪ জানুয়ারি ২১ ১০:২৯:২৮
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৯

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বোকো হারামের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির দক্ষিণ দিকে ওই গ্রামটি অবস্থিত। ওই গ্রামের এক কৃষক জানিয়েছেন, রবিবার রাতে বোকো হারামের সদস্যরা তাদের ওপর চড়াও হয়। এ সময় তারা গ্রামের কয়েকশ’ বাড়ি পুড়িয়ে দেয়। বোকো হারামের হামলার ভয়ে ওই কৃষক নাম প্রকাশ করেননি।

এ হামলায় নারী ও শিশুরাও আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জীবন বাঁচাতে তিনি ও আরও অনেকে গ্রাম থেকে পালিয়ে আসেন বলে জানান তিনি।

এর আগে ওই প্রদেশের আরেকটি বিচ্ছিন্ন গ্রামেও ধ্বংসযজ্ঞ চালায় বোকো হারাম। পরিস্থিতি সামাল দিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট সেনাবাহিনীর মধ্যে রদবদল ঘটান।

বোকো হারাম দেশটির বোরনো প্রদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। চার বছর ধরে চলা বোকো হারামের আন্দোলনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র : এপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর