thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কলম্বিয়ায় ১৪ ফার্ক বিদ্রোহী নিহত

২০১৪ জানুয়ারি ২১ ১০:৪৯:৫৩
কলম্বিয়ায় ১৪ ফার্ক বিদ্রোহী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযান চলাকালে সংঘর্ষে ১৪ ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন। সেনাবাহিনী এ খবর জানিয়েছে।

অ্যারাউকা প্রদেশের একটি তেল কোম্পানির স্থাপনায় নাশকতা চালানোর সময় সেনাবাহিনী হামলা চালালে এ সব বিদ্রোহী নিহত হন বলে জানা গেছে।

কলম্বিয়া সরকারের সঙ্গে বামপন্থী এ বিদ্রোহী দলটির এক বছরেরও বেশি সময় ধরে একটি সমঝোতায় আসার জন্য আলোচনা চলছে।

ফার্ক বিদ্রোহীরা বার বার যুদ্ধ বিরতির আহ্বান জানালেও সংঘর্ষ অব্যাহত আছে।

তবে সরকার বলছে, যুদ্ধবিরতি দিলে ফার্ক পুনরায় নিজেদের শক্তিশালী করার সুযোগ পাবে।

গত বড়দিনের সময় ফার্ক একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। গত সপ্তাহে এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে গেছে।

কলোম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোন জানান, বিদ্রোহী দলটি যতদিন পর্যন্ত সশস্ত্র সংগ্রাম না ছাড়বে এবং বৈধ রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ না দেবে ততদিন পর্যন্ত সংঘাত চলবেই।

৫০ বছর ধরে সংঘাত চলার পর ২০১২ সালের নভেম্বরে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের সমঝোতার জন্য আলোচনা ‍শুরু হয়। ৫০ বছরের এই সংঘাতে নিহত হয়েছে আনুমানিক ২ লাখ ২০ হাজার মানুষ। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর