thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ভিয়েতনামে মাদক চোরাচালানের দায়ে ৩০ জনের মৃত্যুদণ্ড

২০১৪ জানুয়ারি ২১ ১১:৩৯:১৮
ভিয়েতনামে মাদক চোরাচালানের দায়ে ৩০ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক : মাদক চোরাচালানের দায়ে ভিয়েতনামের ৩০ ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। এ সময় একই অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার উন্মুক্তস্থানে জনসম্মুখে এ মামলায় রায় দেওয়া হয়েছে।

দেশটির সরকার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

১২ টন হেরোইন পাচারের ঘটনা কমিউনিস্ট দেশটির সবচেয়ে বড় মাদক মামলায় রায়।

চলতি বছরের ৩ জানুয়ারিতে এই মামলায় বিচার শুরু হয়। আইনজীবীরা ৩৪ জনের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন।

হেরোইন ও কৃত্রিম ওষুধসহ এসব মাদক চীন, লাওস ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করা হয়।

২০১৩ সালের সেপ্টেম্বরে করা সরকারি জরিপ অনুযায়ী ভিয়েতনামে ১ লাখ ৮০ হাজার মানুষ মাদকাসক্ত। দেশটিতে ১০০ গ্রাম হেরোইন পাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। সূত্র : রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর