thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ধনীরা গণতন্ত্রের জন্য হুমকি : অক্সফাম

২০১৪ জানুয়ারি ২১ ১১:৫০:৪০
ধনীরা গণতন্ত্রের জন্য হুমকি : অক্সফাম

দ্য রিপোর্ট ডেস্ক : গণতন্ত্রকে খাটো করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশে আইনকে ব্যবহার করছে বিশ্বের অভিজাত শ্রেণী। একই সঙ্গে বিশ্বজুড়ে বৈষম্যও সৃষ্টি করছেন তারা। ব্রিটেনভিত্তিক দাতা সংস্থা অক্সফাম এ খবর জানিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের শক্তিধর ব্যক্তিদের বার্ষিক বৈঠকে এ কথা জানায় অক্সফাম।

বিশ্বের ৮৫ জন ধনী ব্যক্তি বিশ্বের অর্ধেক মানুষের সমান সম্পদের মালিক বলে অক্সফাম ধনী-গরিবের বৈষম্য নিয়ে নতুন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

ওই প্রতিবেদনে ক্রমবর্ধমান বৈষম্যের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্য ধনীদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করতে সহায়তা করছে। তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্ন নীতিমালা গ্রহণ করছে। এর দায়ভার গ্রহণ করতে হচ্ছে সবাইকে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার দ্বিতীয় মেয়াদে ধনী-গরিবের বৈষম্য কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন।

চীনের নতুন সরকারও অভিজাত শ্রেণীকে দেওয়া রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা কমিয়ে দিয়েছে। জার্মানিরাও বৈষম্য কমাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে যাচ্ছে।

দাভোস আলোচনার আয়োজনকারী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম গত সপ্তাহে জানিয়েছিল, ধনী-গরিবের মধ্যে ক্রমবর্ধবান বিপুল বৈষম্য ২০১৪ সালে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে। সূত্র : এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর