thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ছাত্রলীগ নেতার রগ কেটেছে শিবিরকর্মীরা

২০১৩ অক্টোবর ৩১ ১৬:১৬:৫৬
ছাত্রলীগ নেতার রগ কেটেছে শিবিরকর্মীরা

বগুড়া সংবাদদাতা : পরীক্ষা দিয়ে মেসে ফেরার পথে ককটেল ফুটিয়ে বেনজির আহম্মেদ নামে এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিয়েছে শিবিরকর্মীরা। এ সময় তার দুই উরুতেও ছুরিকাঘাত করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কানুছগাড়ি সাইক মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বেনজির বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইসলামি ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,

বেনজির সরকারি শাহ সুলতান কলেজ থেকে পরীক্ষা শেষে মেসে ফিরছিলেন। কানুছগাড়ি এলাকায় এলে আগে থেকে ওঁত পেতে থাকা ছাত্র শিবিরকর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। বেনজির আত্মরক্ষার্থে সমন্বয় ফার্মেসিতে আশ্রয় নেয়। শিবিরকর্মীরা সেখানে তার বা হাতের রগ কেটে দেয় এবং দুই উরুতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।

বেনজিরকে প্রথমে স্থানীয় মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি সৈয়দ শহীদ আলম আরো জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর