thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজারবাগ পুলিশ লাইন থেকে মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২১ ১২:৩২:০২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার পেছনে ট্রাফিক ভবনের ছাদ থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচতলা ওই ভবনে ট্রাফিক পুলিশরা থাকেন।

পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, রাতের কোনো এক সময় ছাদে ওই যুবককে হত্যা করা হতে পারে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। যুবকের পরনে ট্রাউজার ও গেঞ্জি ছিল। ঘটনাস্থলে ওই যুবকের মাথা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

জানা গেছে, ট্রাফিক ভবনের প্রতিতলায় মোট ৮৮ জনের থাকার ব্যবস্থা রয়েছে।ভবনটির নিচতলায় একটি ক্যান্টিন রয়েছে।এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয়তলায় থাকেন ট্রাফিক পুলিশ। চতুর্থ ও পঞ্চমতলায় রাজারবাগ পুলিশ লাইনের খেলোয়াড়, ওয়ার্কশপকর্মীসহ অন্যরা থাকেন।

গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ভবনের নিচের ড্রেন থেকে একটি সাদা শার্ট উদ্ধার করা হয়েছে, যার পকেটে ৯৩৫ টাকা পাওয়া গেছে।আমাদের ধারণা শার্টটি ওই যুবকের পরনে ছিল।

(দ্য রিপোর্ট/কেজেএন/এপি/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর