thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতি

প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপকের ১০ দিনের রিমান্ড

২০১৪ জানুয়ারি ২১ ১২:০৭:৩৪
প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপকের ১০ দিনের রিমান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক ও যমুনা ব্যাংকের ডিএমডি (বহিষ্কৃত) মো. মোজাম্মেল হোসেনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম সাবরিনা বেগম এ আদেশ দেন।

মতিঝিল থানায় দায়ের করা দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। আদালত উভয়পক্ষের শুনানি শেষে পৃথক দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম ও দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/জেএম/এএল/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর