thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘খালেদার বক্তব্য সংলাপের অন্তরায়’

২০১৪ জানুয়ারি ২১ ১৩:০৭:৩০
‘খালেদার বক্তব্য সংলাপের অন্তরায়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : খালেদা জিয়ার বক্তব্য প্রধান দুই দলের মধ্যে সংলাপের অন্তরায় হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বনানীর সেতু ভবনে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ং ইউং-এর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন যোগাযোগমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বৈঠকে এই দুই কূটনীতিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার কথা হয়েছে। এর মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি ও বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়টিও উঠে এসেছে। আমি তাদেরকে জানিয়েছি আমরা (আওয়ামী লীগ) বিএনপিকে স্পেস (ছাড়) দিচ্ছি। তার প্রমাণ গতকাল (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, এ ছাড়া বিএনপির বেশ কিছু নেতা মুক্তি পেয়েছে। আরও নেতা মুক্তি পাবে। কিন্তু গতকাল বিএনপির চেয়ারপারসন যে দুটি বক্তব্য দিয়েছেন তাতে সরকারের সঙ্গে বিএনপির সংলাপে অন্তরায় দেখা দিতে পারে।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, সাতক্ষীরার যৌথ অভিযানে নাকি অপরিচিত মুখ দেখা গেছে। আর বলেছেন, সরকার নাকি সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। তার এমন বক্তব্য দুই দলের মধ্যে সংলাপকে বাঁধাগ্রস্ত করতে পারে। আমি এই উদ্বেগের বিষয়টি ব্রিটিশ হাইকমিশনার এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে অভিহিত করেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার দুই নেত্রীর মধ্যে সংলাপের আহ্বান করেছেন। তিনি বলেছেন, দুই নেত্রীই যখন সংলাপের কথা বলেছেন সেহেতু এটা ইতিবাচক দিক। তাই আপনারা দ্রুত সংলাপে বসুন। সংলাপের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিন এতে গণতন্ত্রের জন্য মঙ্গল হবে।’

(দ্য রিপোর্ট/এইচআর/জেএম/এএল/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর