thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিএনপি নেতা সালাউদ্দিনকে হয়রানি না করার নির্দেশ

২০১৪ জানুয়ারি ২১ ১৩:২৯:০৬
বিএনপি নেতা সালাউদ্দিনকে হয়রানি না করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হয়রানি ও তার বাসায় তল্লাশি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তাকে হয়রানি ও তার বাসায় তল্লাশি করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পরিদর্শক, ঢাকার জেলা প্রশাসকসহ ১১ জনকে এ রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট সালমা সুলতানা।

সালাউদ্দিনের আইনজীবী কায়সার কামাল জানান, সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে রয়েছেন। তারপরও তাকে বেআইনিভাবে হয়রানি ও গত ৩০ ডিসেম্বর তার ঢাকা ও কক্সবাজার বাসা-অফিসে তল্লাশি করেছে। যার প্রেক্ষিতে গত সপ্তাহে একটা আবেদন করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।

(দ্যরিপোর্ট/এসএ/জেএম/এএল/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর