thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এবিএম মূসাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

২০১৪ জানুয়ারি ২১ ১৩:৪২:১৭
এবিএম মূসাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসাকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা ১২টায় হাসপাতালের ৫ তলার ৫০২ নং কেবিনে যান মির্জা ফখরুল। চিকিৎসাধীন এবিএম মূসার সঙ্গে একান্তে ৪৫ মিনিট সময় কাটান তিনি। প্রবীণ এ সাংবাদিকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

এ সময় এবিএম মূসা বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিকালে জাতি আপনার কথা শোনার অপেক্ষায় আছে। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি শিগগিরিই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে এবিএম মূসা এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুনে প্রবীণ এ সাংবাদিক ৮৩ বছরে পা দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ল্যাবএইডের পরিচালক ডা. ইমরান আহমেদ, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, কৃষিবিদ হাসান জাফরিন তুহিন ও শায়রুল কবির খান।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এপি/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর