thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সক্রিয় হয়ে উঠেছে মাদক ও অস্ত্র ব্যবসায়িরা’

২০১৪ জানুয়ারি ২১ ১৩:৫৬:১৬
‘সক্রিয় হয়ে উঠেছে মাদক ও অস্ত্র ব্যবসায়িরা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের পরে সক্রিয় হয়ে উঠেছে মাদক ও অস্ত্র ব্যবসায়িরা। তাদের প্রতিরোধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর একটার দিকে এক সংবাদ সম্মেলনে ডিবির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এ কথা বলেন।

সাতদিনে ডিবির উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযানের সফল চিত্র তুলে ধরে

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এবং অস্ত্র ঢাকার দিকে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ১৯৬৫ বোতল ফেনসিডিল, আড়াইহাজার ইনজেকশন ও দুটি পিস্তল উদ্ধার করে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সবাই শীর্ষ ব্যবসায়িদের সহযোগী। এ সব অপকর্মের যারা হোতা তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এপি/এএল/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর