thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৪

২০১৪ জানুয়ারি ২১ ১৪:০৪:৩৩
পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৪

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের সন্দেহভাজন অবস্থানের ওপর সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা বিমান হামলায় জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে এ বিমান হামলা শুরু হয় বলে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। এ হামলায় হেলিকপ্টার গানশিপও ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

বিমান হামলা এখনও চলছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

গতবছরের নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান হেকিমুল্লাহ মাসুদ নিহত হওয়ার প্রতিশোধ দিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি দিয়েছিল তালেবান।

এরই জের ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর পর তালেবান অব্যাহতভাবে হামলা চালানোর পর সরকার এ পদক্ষেপ নিয়েছে। রবিবার সেনাবাহিনীর গাড়িবহরের ওপর তালেবানের বোমা হামলায় ২০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

সোমবার রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এএল/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর