thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

হেফাজতের মামলায় বিএনপির ৪ নেতার জামিন না মঞ্জুর

২০১৪ জানুয়ারি ২১ ১৪:৪৫:৩৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করছেন আদালত।

মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মঙ্গলবার এ আদেশ দেন।

বিএনপির চার নেতা হলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও শামসুজ্জামান শিমুল বিশ্বাস।

মতিঝিল থানার অপর এক মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট হাফিজুদ্দীন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাদের প্রত্যেককে ৩ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে চার নেতার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মতিঝিল থানার এসআই সোহরাব হোসেন। অপর এক মামলায় হাফিজুদ্দীনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আসামিপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট হেলাল উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষের আইজীবী ছিলেন পিপি আব্দুল্লাহ আবু ও সহকারি পিপি শাহ আলম তালুকদার।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর