thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৫ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

‘আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই’

২০১৪ জানুয়ারি ২১ ১৪:৫২:১৫
‘আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে মঙ্গলবার দুপুরে আগাম নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের অন্য দেশের চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ দাবি করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কীসের বাইরের চাপ আছে? টেল মি হোয়াট ইজ দ্য চাপ? দেয়ার ইজ নো কজ ফর এ্যানি চাপ। আমরাই তো বিএনপিকে অফার করেছি।’

এ সময় ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের চাপকে ‘টোটালি ইউজলেস’ বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে সেটা তাদের ব্যাপার।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চায়। সেই লক্ষ্য ও পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করেছি। কবে চলে যাব সেটা পরের বিষয়। আগাম নির্বাচন হবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণ বিএনপির ওপর।’

এ সময় বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা টোটালি ফুলিশ খেলা খেলেছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মুহিত বলেন, ‘কারা অস্ত্র দ্বারা ক্ষমতায় এসেছে? অস্ত্র ব্যবহার করেছে জামায়াত।’

‘নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর দাতাদের সঙ্গে বসবেন কিনা’ জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই বসব। তার আগে সবকিছু একটু গুছিয়ে নেই।’

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর