thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

হান্নান শাহকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ

২০১৪ জানুয়ারি ২১ ১৫:১৪:৪৬
হান্নান শাহকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনিভাবে ওয়ারেন্ট ছাড়া কোনো মামলায় শ্যেন অ্যারেস্ট না দেখানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

হান্নান শাহর পক্ষে করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ‍ও বিচারপতি হাবিবুল গণির সমন্নয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে হান্নান শাহর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী, আহছান হাবীব, রাগিব রউফ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, হান্নান শাহ বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগরে আছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/জেএম/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর