thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান পবিত্র করা হবে’

২০১৩ অক্টোবর ৩১ ১৬:৪১:০১
‘৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান পবিত্র করা হবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে অপবিত্র করেছেন। ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পদধূলিতে উদ্যানটি পবিত্র করা হবে।’ বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে ‘সম্মিলিত আওয়ামী সমর্থক জোট’ এর সঙ্গে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

২৫ অক্টোবর ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া শরীকদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, ‘চোরাগুপ্তা হামলা ও বোমাবাজি ছেড়ে আপনারা প্রকাশ্যে মাঠে আসুন। আপনাদের সঙ্গে একটু খেলি। দেখি কে জেতে। জামায়াত-শিবিরকে নিয়ে বিএনপি নেত্রী বহুবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তাদের ওই হীন স্বপ্ন কখনো সফল হবে না। হরতাল দিয়ে মাঠে থাকুন, সাহস থাকলে রাজপথে আসুন। আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি।’

নির্বাচনে না আসলে বিএনপি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করে মায়া আরো বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। ওই নির্বাচনে সব রাজনৈতিক দলকে আসতে হবে। তা না হলে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’

বিরোধী দলীয় নেত্রী ‘দাওয়াত পাগল’ উল্লেখ করে মায়া বলেন, ‘দাওয়াত একবারই হয়। আবার দাওয়াত চাইতে আপনার লজ্জা লাগে না? আমাদের দাওয়াত বহাল আছে। আপনি চাইলে আসতে পারেন। সংলাপে আসতে চাইলে তিন দিনের হরতালে যে হত্যাকাণ্ড হয়েছে ও রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে, তার হিসাব দিয়ে সংলাপে আসতে হবে। সংলাপের যে দাওয়াত দেওয়া হয়েছে সেই দাওয়াতের ভিত্তিতেই সংলাপে আসতে পারেন। তবে, আসা-না আসা আপনাদের ব্যাপার।’

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামালউদ্দিন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এ/এমএআর/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর