thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

ফার কেমিক্যালের আইপিও অনুমোদন

২০১৪ জানুয়ারি ২১ ১৫:৪৭:৪২
ফার কেমিক্যালের আইপিও অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফার কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফার কেমিক্যাল ফেস ভ্যালু ১০ টাকা অনুযায়ী পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি এবং কোম্পানির কর্মক্ষমতা বাড়াতে ব্যয় করবে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফার কেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.০১ টাকা এবং শেয়ারপ্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ১৫.৫৫ টাকা।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর