thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

হান্নান শাহর জামিন নামঞ্জুর

২০১৪ জানুয়ারি ২১ ১৭:৪৪:২২
হান্নান শাহর জামিন নামঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে গত বছর হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

হান্নান শাহর জামিন আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারক মো. জহিরুল হক এ আদেশ দেন।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ।

মতিঝিল থানায় ওই ঘটনায় ৫ মে পৃথক তিনটি মামলা করা হয়।

গত বছর ২৫ নভেম্বর হান্নান শাহকে জাপান দূতাবাসের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর