thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে নারী শ্রমিক দগ্ধ

২০১৪ জানুয়ারি ২১ ১৭:৪৭:৫৭
দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে নারী শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে জাতীয় কওমী জুটমিলের শ্রমিক বিলকিস খাতুনের (২১) ওপর মঙ্গলবার সকালে এসিড নিক্ষেপে করেছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বিলকিস পৌর এলাকার কল্যাণী মহল্লার মোক্তার হোসেনর স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে মিলে যাওয়ার পথে আশাফুল কেজি স্কুলের সামনে দুর্বৃত্তরা তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিলকিসের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর