thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পুলিশের এসআই ক্লোজড

২০১৪ জানুয়ারি ২১ ১৮:০৩:৪৭
পুলিশের এসআই ক্লোজড

পটুয়াখালী সংবাদদাতা : অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার এসআই মো. মুনসুর আহমেদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সোমবার রাতে এলাকাবাসী হাতেনাতে আটক করে দুমকি থানায় সংবাদ দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার রফিকুল হাসান গনি দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাগঞ্জ থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক মুনসুর বিশ্ব ইজতেমায় শরীক হওয়ার জন্য সোমবার বিকেলে ছুটি নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন। তিনি সোমবার সন্ধ্যায় জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে তার প্রেমিকার বাড়িতে যান। রাত ৯টায় প্রেমিকাসহ তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তার নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর