thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঢাকা আর্ট সামিট ফেব্রুয়ারিতে

২০১৪ জানুয়ারি ২১ ১৮:৩৬:০৪
ঢাকা আর্ট সামিট ফেব্রুয়ারিতে

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের শিল্পকলাকে বিশ্বের দরবারে নতুন করে হাজির করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আর্ট সামিট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজনটি করছে সামদানি আর্ট ফাউন্ডেশন।

তিন দিনব্যাপী এ সম্মেলন আয়োজিত হচ্ছে ফেব্রুয়ারির ৭,৮ ও ৯ তারিখে। আর্ট সামিটের মূল ভেন্যু থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রথমবারের মতো এবারও প্রাধান্য পাচ্ছে দক্ষিণ এশীয় শিল্পকলা ও তার সমসাময়িক শিল্পকর্ম। এবারের আয়োজনে ৮টি দেশের প্রায় আড়াইশো শিল্পী অংশ নিবেন বলে জানা যায়।

দেশি ও বিদেশি কিউরেটরের তত্বাবধায়নে পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চিত্রকলা, ভাষ্কর্য, স্থাপত্য কলা ও আলোকচিত্রসহ সব মাধ্যমের শিল্পকর্ম থাকবে প্রদর্শনীতে।

সম্মেলনের প্রথমদিন শুধু ভিআইপিদের জন্য সংরক্ষিত। বাকি দুইদিন সাধারণের জন্য উন্মুক্ত।

(দ্য রিপোর্ট/কেএম/ডব্লিউএস/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর