thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাতক্ষীরায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২১ ১৯:৪১:৪৬
সাতক্ষীরায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা : নিখোঁজের ১৭ দিন পর সাতক্ষীরার খলিষখালি এলাকার কারিগরী কলেজের পরিত্যক্ত বাথরুমের স্লাব থেকে মঙ্গলবার দুপুরে শাহানারা বেগম নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।

শাহানারা খলিষখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী শহিদুল গোলদারের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজের এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দ্য রিপোর্টকে জানান, ৪ জানুয়ারি শাহানারা তার বাবার বাড়ি একই থানার বাগমারা গ্রাম থেকে নিখোঁজ হন। ৭ জানুয়ারি নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা নুরুল ইসলাম। দীর্ঘ ১৭ দিন পর মঙ্গলবার খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় একটি হত্য মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর