thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

প্রচুর রক্ত দেওয়া হচ্ছে

ভালো নেই এ বি এম মূসা

২০১৪ জানুয়ারি ২১ ১৯:৫৬:১৯
ভালো নেই এ বি এম মূসা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক এ বি এম মূসার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী।

১ জানুয়ারি থেকে ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ৮২ বছর বয়সি এই প্রখ্যাত কলামিস্ট।

ডা. বরেন চক্রবর্তী মঙ্গলবার বিকেলে দ্য রিপোর্টকে জানান, ‘এ বি এম মূসা এর আগে বহুবার হাসপাতালে ভর্তি হয়ে আমার অধীনে চিকিৎসা নিয়েছেন। কিন্তু এবার তার শারীরিক অবস্থা খুবই খারাপ। শরীরে রক্ত কমে যাওয়াও তাকে প্রচুর রক্ত দেওয়া হচ্ছে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ বি এম মূসার 'সেপটিসিমিয়া' হয়েছে বলেও জানান তার চিকিৎসক।

সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে তার ছেলে ডা. নাসিম মূসা দ্য রিপোর্টকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা গুরুতর। সবাই দোয়া করবেন।’

বর্তমানে এ বি এম মূসা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ৫০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

এদিকে মঙ্গলবার দুপুরে এ বি এম মূসাকে দেখতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ এনআই/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর