thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ফাস্টট্রাক মনিটরিং কমিটির বৈঠক বুধবার

২০১৪ জানুয়ারি ২১ ২০:১৬:২৮
ফাস্টট্রাক মনিটরিং কমিটির বৈঠক বুধবার

জোসনা জামান, দ্য রিপোর্ট : বড় প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে ফাস্টট্রাক মনিটরিং কমিটির বৈঠক। এতে ফাস্টট্রাকভুক্ত প্রকল্পগুলোর পাশাপাশি বিশেষ গুরুত্ব পাবে পদ্মা সেতুর বিষয়টি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ৭টি বড় প্রকল্প ফাস্টট্রাক হিসেবে ঘোষণা করেছে সরকার। শুধু ঘোষণাই নয়, এ গুলোর বাস্তবায়ন দ্রুত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছে ফাস্টট্রাক মনিটরিং কমিটি।

কমিটির মূল দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। ইতোমধ্যেই কমিটির আওতায় গঠন করা হয়েছে আরও কয়েকটি কমিটি। এ সব কমিটির কার্যক্রম ও প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বুধবারের বৈঠকে পর্যালোচনা করা হবে। এর ফলে জনগুরুত্বপূর্ণ ও দেশীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ সব প্রকল্পের বাস্তবায়ন দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ফাস্টট্রাকভুক্ত গুরুত্বপূর্ণ ৭টি বড় প্রকল্প হচ্ছে- পদ্মা সেতু, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এশিয়ান হাইওয়ে ও মেট্রোরেল প্রকল্প।

পরিকল্পনা সচিব, ফাস্টট্রাক মনিটরিং কমিটির সদস্য ও ফাস্টট্রাক ডিপিপি (ডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রোপোজাল) ও টিপিপি (টেকনিক্যাল প্রোজেক্ট প্রোপোজাল) প্রণয়ন কমিটির সভাপতি ভূইয়া সফিকুল ইসলাম এ বিষয়ে দ্য রিপোর্টকে জানান, দেশের বিনিয়োগে স্থবিরতার মূল কারণ অবকাঠামোগত সমস্যা। এ সব বিষয় বিবেচনা করে কয়েকটি বড় প্রকল্প ফাস্টট্রাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পদ্মা সেতুর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, পরিকল্পনা কমিশনে অকারণে কখনও প্রকল্প প্রক্রিয়াকরণে বিলম্ব হয় না। এরপরও মন্ত্রণালয় ও বিভাগগুলো পরিকল্পনা কমিশনের ঘাড়ে দোষ চাপায়। এটি ঠিক নয়। পরিকল্পনা কমিশন যদি যাচাই-বাছাই না করে শুধু কেরানির মতো সিল-ছাপ্পড় দিয়ে দেয় তা হলে যে যার ইচ্ছে মতো প্রকল্প তৈরি করে অনুমোদন করিয়ে নেবে। এ ক্ষেত্রে দেখার কেউ থাকবে না।

ফাস্টট্রাক মনিটরিং কমিটি গঠনের প্রস্তাবে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সরকারি বিনিয়োগ পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন জরুরি। কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রকল্প দলিল প্রণয়ন, অনুমোদন, জমি অধিগ্রহণ, অর্থায়ন, পরিবেশ সংক্রান্ত অনুমোদন ও কারিগরি জটিলতায় প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হয়। তাই এ সব জনগুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করা প্রয়োজন। এ অবস্থায় বিশেষ নজরদারি বাড়ানোর কোনও বিকল্প নেই।

ফাস্টট্রাক মনিটরিং কমিটির সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্যরা হলেন- অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, ভূমিমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব, পরিকল্পনা সচিব এবং ফাস্টট্রাক প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ফাস্টট্রাক প্রজেক্ট মানিটরিং কমিটির প্রথম সভা ২০১৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয়। ওই সভায় গঠন করা হয় ফাস্টট্রাক প্রজেক্ট মনিটরিং টাস্কফোর্স, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিধিবিধান ও কার্যাদি সংশোধন সম্পর্কিত কমিটি এবং ডিপিপি বা টিপিপি প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া সংশোধন সংক্রান্ত ফাস্টট্রাক কমিটি। বুধবারের সভায় এ সব কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

(দ্য রিপোর্ট/জেজে/ডব্লিউএন/এমএআর/ এনআই/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর