thereport24.com
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১,  ৪ রবিউল আউয়াল 1446

চোখের স্মোকি সাজ

২০১৪ জানুয়ারি ২১ ২১:০১:০৪
চোখের স্মোকি সাজ

দ্য রিপোর্ট ডেস্ক : বন্ধু-বান্ধব বা আত্বীয়-স্বজনের হঠাৎ কোনো পার্টিতে যেতে হলে আর যদি কোনো রকম প্রস্তুতিই না থাকে তবে বেশ ঝামেলাতেই পড়তে হয়। এমন কিছু সাজ যা আপনাকে সহজেই আকর্ষণীয় করে তুলতে পারবে সে রকম কিছু সাজ জেনে রাখা উচিৎ।

সাজ-সজ্জার সবচেয়ে মূল অনুসঙ্গ হচ্ছে চোখের সাজ। চোখ যদি পরিপূর্ণভাবে সাজানো হয় তাহলে সাজের অনেক অংশই যেন পূর্ণ হয়ে যায়।

চোখের স্মোকি কাজ বেশ জনপ্রিয় সব বয়সী মেয়েদের মধ্যে। ঘরে বসেই অল্প সময়ে আপনার চোখকে সুন্দর করে তুলতে পারেন স্মোকি সাজ দিয়ে।

চোখের স্মোকি সাজের স্টেপগুলো নিচে দেওয়া হল-

চোখের কালো দাগ দূর করতে প্রথমে ত্বকের চেয়ে এক শেড পরিমাণ হালকা কনসিলার চোখের চারপাশের এলাকায় লাগান। খেয়াল রাখবেন যেন নিখুঁতভাবে লাগানো হয়।

এরপর একটি আই-পেন্সিল দিয়ে উপরে ও নিচে লাইন টানুন। আপনার চোখ যদি ছোট হয়ে থাকে তাহলে চোখের কোণার দিকের লাইন ছোট করে টানুন আর চোখ বড় হলে লাইন বড় করে টেনে দিন।

আইশ্যাডো ব্রাশ দিয়ে কাজলের কোণাগুলো মসৃণভাবে মিশিয়ে দিন।

এবার একটি গাঢ়ো রঙের আইশ্যাডো ও স্পঞ্জের ব্রাশ নিন। চোখের কাজলের লাইন বরাবর লাগিয়ে স্পঞ্জ দিয়ে মিশিয়ে ফেলুন।

হালকা রঙ বা নেচারাল টোনের শেড দিয়ে খুব মসৃণভাবে পুরো অংশে মেশান। এবার হালকা কোনো রঙ দিয়ে হাইলাইট করুন চোখের উঁচু অংশগুলোতে।

আরও বেশি আকর্ষণীয় করতে কালো মাসকারা দিয়ে আইল্যাশে ভাঁজ আনুন।

(দ্য রিপোর্ট/কেএম/এসবি/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর