thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘সরকারের শপথ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন’

২০১৪ জানুয়ারি ২১ ২২:২৬:৪৮
‘সরকারের শপথ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন’

বগুড়া সংবাদদাতা : সরকারের শপথ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে রংপুর ও রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকারের সকল পর্যায়ে দুর্নীতিমুক্ত রাখতে হবে। কোনো রকম দুনীর্তি ও সিন্ডিকেড বরদাস্ত করা হবে না। বর্তমান সরকার নিচ থেকে উপর পর্যন্ত দুর্নীতিমুক্ত রেখে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের স্বপ্ন আবারো খাদ্য রফতানি করা। এই স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতা প্রয়োজন হবে বলে জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিদফতরের মহা পরিচালক আহম্মেদ হোসেন খান। বক্তব্য দেন খাদ্য সচীব মুসফিকা ইকফাত, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচীব আতিউর রহমান, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পরিমল চন্দ্র সরকার, রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এইএম গোলাম রব্বানী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদির, রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জালাল উদ্দিন প্রমুখ।

সভা শেষে খাদ্যমন্ত্রী বগুড়ার সান্তাহারে অবস্থিত সাইলো পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর