thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘নির্বাচন কমিশনকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে’

২০১৩ অক্টোবর ৩১ ১৮:৪০:৩৪
‘নির্বাচন কমিশনকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন আচরণবিধি তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আরপিও সংশোধন ও একতরফা আচরণবিধি তৈরি করা আপাতত পকেটে রাখুন। দলীয় সরকারের অধীনে নিবার্চনের ব্যবস্থা করতে গেলে আপনাদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’

বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিন দিনের হরতালে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ সরকার জনগণকে বিভ্রান্ত করতে সংলাপের নামে বিভিন্ন নাটক করে যাচ্ছে। সরকার মুখে সমঝোতা ও সংলাপের কথা বললেও আসলে তারা সমঝোতা চায় না।’

তিনি বলেন, ‘২১ অক্টোবর বেগম খালেদা জিয়া বিভেদ ভূলে ঐক্যমতের কথা বললেও সরকার তাদের নিজস্ব এজেন্ড বাস্তবায়নে অনড়। তারা সর্বদলীয় সরকারের বিষয়ে আলোচনা করতে চান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নয়।’

প্রধানমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে বিএনপিরি এই নেতা বলেন, ‘যেখানে এদেশের শতকরা ৯০ ভাগ মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার; সেখানে আলোচনা সংলাপ করতে হলে আপনাকে বলতে হবে নির্দলীয় সরকারের ব্যাপারে আপনি আলোচনা চান কিনা।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপ প্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আইন বিরোধী, আপরাধমূলক কাজ। যদি প্রচার করতে হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে অনুমতি নিতে হয়্, এমনকি যাদের মাঝে এ ধরনের ফোন যোগাযোগ হয়েছে তাদেরকে বিষয়টি অবহিত করতে হয়।

খালেদা জিয়াকে কটাক্ষ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ আপনার অতীত কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চান।’

মির্জা ফখরুল বলেন, ‘গত ২৭, ২৮, ২৯ অক্টোবর হরতালের মাধ্যমে দেশে গণ-অভ্যুত্থান ঘটেছে। মানুষ রাস্তায় নেমে এসেছে।’

ঢাকাবাসীকে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘স্বৈরাচার সরকারের হাত হতে দেশ, গণতন্ত্র রক্ষা করতে হবে। আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে। এই জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।’

বক্তব্য শেষে, নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির ডাক দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(দিরিপোর্ট২৪/এম/ এমডি/ অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর