thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার

২০১৪ জানুয়ারি ২১ ২৩:৫৩:৪৯
চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার ভারত-বাংলাদেশ সীমান্তে একটি ভারতীয় পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। জেলার জীবননগর উপজেলার রাজাপুর বিওপির ৭৩নং মেইন পিলারের কাছে সিঙনগর গ্রাম থেকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা এগুলো উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস. এম. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার পর গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি দল উল্লিখিত স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা দুই চোরাচালানী ব্যাগটি বাংলাদেশের সীমানায় ফেলে তারকাঁটা ডিঙিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ওই ব্যাগে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরআর/এসকে/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর