thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

গাইয়োনি স্টার গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড

‘আশিকি -টু’ এর জয়কার

২০১৪ জানুয়ারি ২২ ০০:৫০:৪৯
‘আশিকি -টু’ এর জয়কার

আদিত্য রুপু, দ্য রিপোর্ট : ২০ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন ‘চতুর্থ গাইয়োনি স্টার গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড ২০১৩’ (গিমা অ্যাওয়ার্ড)। শুধুমাত্র সঙ্গীতের উপরে প্রদত্ত পুরস্কারের সবচেয়ে বড় আয়োজন ইন্ডিয়াতে মোট দুটি। একটি এমটিভি অ্যাওয়ার্ড অন্যটি গিমা। অনুষ্ঠানে আশা ভোঁসলে গেয়ে শোনান তার স্বামী কিংবদন্তী গায়ক আরডি বর্মণের ৫টি গান। মেরা নাম শবনাম, দাম মারো দাম, গুলাবি চেহারা, দুনিয়া মে ও আ দেখে যারা- বিখ্যাত এই গানগুলো শুনে উপস্থিত দর্শক উল্লাসে ফেটে পড়েন। এই সময়ের বলিউডি ক্রেজ সোনাক্ষি সিনহা পারফর্ম করেন ধুম-ধারাক্কা কিছু গানে। ইয়ো ইয়ো হানি সিং ও মিকা চেচিয়ে গান গেয়ে মজা করেন দর্শকদের সঙ্গে। এবারের আয়োজনের সবচেয়ে আলোচিত দিক হলো- আশিকি-টু এর গানগুলো। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটির সঙ্গীত সর্বোচ্চ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়ে আলোচনায় আসে। গেল বছর তো বটেই এ বছরও সঙ্গীতপ্রেমীদের কাছে আশিকি টু এর গান আদরনীয়। জমকালো এই অনুষ্ঠানে ‘রাম-লীলা’ খ্যাত রনবীর সিং এর উপস্থাপনার বিষয়টি দ্য রিপোর্টের পাঠকেরা আগেই জেনেছেন। তার হাসিঠাট্টার উপস্থাপনা দর্শক মাতিয়েছে বেশ। এবার বলিউড লাইফ ডটকমের সুত্র অনুযায়ী সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের তালিকাটি প্রকাশ করা হলো।

ফিল্ম মিউজিক

বেস্ট মিউজিক অ্যারেঞ্জার অ্যান্ড প্রোগ্রামার : হায়াছিনথ ডিসুজা, ডিজে ফুকান, নিখিল পল জর্জ, সানি এম আর, বাত্তামিজ দিল, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি।

বেস্ট ইঞ্জিনিয়ার, ফিল্ম অ্যালবাম : এরিক পিল্লাই, আশিকি-টু।

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর : শঙ্কর এহসান লয়, ভাগ মিলখা ভাগ।

বেস্ট ডেবিউ : অংকিত তিওয়ারি, সুন রাহা হে না তু, আশিকি-টু।

বেস্ট প্লেব্যাক সিঙ্গার (নারী) : শ্রেয়া ঘোষাল, সুন রাহা হে না তু, আশিকি-টু।

বেস্ট প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : অরিজিৎ সিং, তুম হি হো, আশিকি-টু।

বেস্ট ডুয়েট : রেখা ভরদ্বাজ ও তচি রায়না, কাবিরা, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি।

বেস্ট লিরিসিস্ট : সোয়ানন্দ কিরকিরে, মানজা, কাই পো ছে।

বেস্ট মিউজিক ডিরেক্টর : প্রীতম, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি।

বেস্ট ফিল্ম সঙ : তুম হি হো, আশিকি-টু।

বেস্ট ফিল্ম অ্যালবাম : আশিকি-টু।

নন-ফিল্ম মিউজিক

বেস্ট মিউজিক ডেবিউ : শিল্পা রাও।

বেস্ট পপ অ্যালবাম : রাম সম্পাত ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট, সত্যমে জয়তে।

বেস্ট ইনডাই সঙ : বিশাল দাদলানি ও সনু কাক্কার, রাম সম্পাত ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট।

বেস্ট ডিভোশনাল অ্যালবাম : হার্সদীপ কর, ইক ওংকার।

বেস্ট গজল অ্যালবাম : জগজিৎ সিং, দ্য মাস্টার অ্যান্ড হিজ ম্যাজিক

বেস্ট হিন্দুস্তানি ক্লাসিক্যাল অ্যালবাম (ভোকাল) : ওস্তাদ রাশিদ খান, ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান রাশিদ।

বেস্ট হিন্দুস্তানি ক্লাসিক্যাল অ্যালবাম (ইন্সট্রুমেন্ট): ওস্তাদ জাকির হুসাইন, জাকির হুসাইন সিলেক্ট ।

বেস্ট কার্ণাটিক ক্লাসিক্যাল অ্যালবাম (ভোকাল) : চিত্রা, বন্দে বাসুদেবাম ।

স্পেশাল অ্যাওয়ার্ড

লাইফটাইম অ্যাচিভমেন্ট অনার (পপুলার) : আশা ভোসলে

লাইফটাইম অ্যাচিভমেন্ট অনার (ক্লাসিক্যাল) : পিটি রাম নারায়ণ

গ্লোবাল মিউজিক আইকন : আনুষকা শঙ্কর

গ্লোবাল মিউজিশিয়ান অনার : ড. এল. সুব্রামানিয়াম

উইজক্রাফট অনার ফর বেস্ট লাইভ : রঘু দিক্ষীত

মোস্ট আউটস্ট্যান্ডিং মিউজিক অফ দ্য ইয়ার ২০১২ : বরফি

গাইয়োনি স্টার গিমা ‘ন্যায়ে সোচ’ অ্যাওয়ার্ড : মানতারে, লুটেরা

(দ্য রিপোর্ট/এআর/ এমডি/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর