thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাড্ডায় জলাশয় থেকে লাশ উদ্ধার

২০১৩ অক্টোবর ৩১ ১৯:০৬:৩৬
বাড্ডায় জলাশয় থেকে লাশ উদ্ধার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকে বৃহস্পতিবার মোহাম্মদ জুয়েল(২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জুয়েল ঝালকাঠি জেলার স্বরুপকাঠির মৃত কেরামত আলীর ছেলে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম দিরিপোর্ট২৪কে জানান, বেলা ৩টার দিকে তিনি জানতে পারেন যে, পূর্ব বাড্ডার কবরস্থানের পাশের জলাশয়ে একটি লাশ পড়ে আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, জুয়েলের স্বজনদের কাছ থেকে জানা গেছে সে বাড্ডা এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করতো এবং একই এলাকার পোস্ট অফিস গলির একটি বাসায় ভাড়া থাকতো। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর‌্যায়ে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

(দিরিপোর্ট২৪/সোহেল/এআইএম/এইচএসএম/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর