thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন : ডিএমপি কমিশনার

২০১৪ জানুয়ারি ২২ ০২:০৮:৪৮
শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন : ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : শীতার্তদের সহায়তায় সারাদেশের সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের সামনে মঙ্গলবার রাত ১১টায় শীতার্তদের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করার সময় তিনি এই আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ঢাকা শহরের কেউ যেন শীতে কষ্ট না পায় এ জন্য পুলিশের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গত

বছর এ কর্মসূচির আওতায় ৫০ হাজার কম্বল বিতরণ করা হয়েছিল। এবারও সে রকমই ইচ্ছা রয়েছে।

‘শীতার্ত মানুষের পাশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় শীতার্তদের কম্বল বিতরণ করছে ডিএমপি। এর আগে রাত সাড়ে ১০টায় হাইকোর্টের সামনে ডিএমপির পক্ষ থেকে ৮০০টি কম্বল বিতরণ করা হয়।

(দ্য রিপোর্ট/এনইউডি/এসকে/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর