thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ভ্যাটিকানের এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

২০১৪ জানুয়ারি ২২ ০৩:৩৭:৫৩
ভ্যাটিকানের এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভ্যাটিকানের এক ঊর্ধ্বতন কর্মচারীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসির।

ইতালির নাগরিক মনসিগনর নানজিও স্কেরানোর বিরুদ্ধে ভ্যাটিকানের এক ব্যাংকের মাধ্যমে ইতালিতে ২০ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন ইউএস ডলার) পাচারের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে ইতোমেধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং তিনি বর্তমানে গৃহবন্দী অবস্থায় আছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভ্যাটিকানের ওই হিসাব কর্মকর্তাসহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছর ধারাবাহিকভাবে আর্থিক স্ক্যান্ডালের ঘটনা প্রকাশ হওয়ার পর পোপ ফ্রান্সিস ব্যাংকিং কার্যক্রম তদন্তে একটি কমিশন গঠন করেন।

(দ্য রিপোর্ট/এসকে/এএল/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর