thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মেহেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

২০১৪ জানুয়ারি ২২ ০৯:১৪:৪৬
মেহেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে মেহেরপুরগামী খড়িবোঝাই একটি ট্রাকের (বরিশাল-ট-১১-০০০১) সঙ্গে ঢাকাগামী মালবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে দুই ট্রাকের সামনের অংশ। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তবে তারা কোন ট্রাকের চালক বা হেলপার তা জানা যায়নি। দুর্ঘটনার পর আর কাউকে সেখানে পাওয়া যায়নি।

মেহেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি রাস্তা থেকে অপসারণ করে।

(দ্য রিপোর্ট/এমআর/জেএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর