thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নাটোরে ৩ ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

২০১৪ জানুয়ারি ২২ ১১:০৪:৪৯
নাটোরে ৩ ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান বাজারে ৩ ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- চালক চাঁপাইনবাবগঞ্জের সেলিম রেজা ও হেলপার কিশোরগঞ্জের নজরুল ইসলাম।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ সরকার ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক বুধবার সকালে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আগ্রান বাজার এলাকায় পৌঁছলে ঢাকা থেকে বনপাড়াগামী অপর দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক তিনটিই সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করে। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/এএল/জনুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর