thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাইজার মরুভূমিতে ৮৭ অভিবাসীর লাশ উদ্ধার

২০১৩ অক্টোবর ৩১ ১৯:১৪:৫৫
নাইজার মরুভূমিতে ৮৭ অভিবাসীর লাশ উদ্ধার

দিরিপোর্ট২৪ ডেস্ক : আলজেরিয়ার সীমান্তে নাইজার মরুভূমির কয়েক কিলোমিটার এলাকায় অন্তত ৮৭জন অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। খবর আলজাজিরা ও বিবিসি।

নিরাপত্তারক্ষীরা জানায়, মৃতদেহগুলোর মধ্যে ৪৮টি শিশু, ৩২টি নারী ও সাতটি পুরুষের। প্রথমে পাঁচজন নারীর মৃতদেহ পাওয়া যায় বলেও তারা জানায়।
নিরাপত্তারক্ষীরা আরো জানায়, তারা সবাই গত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথমদিকে আলজেরিয়ায় ঢুকতে গিয়ে মারা যায়।
স্থানীয় ত্রাণ সহায়তা দানকারী সংস্থা আঘির ইনমানের মুখপাত্র আলমোস্তাফা আলহ্যাকেন মৃতদেহের সংখ্যা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মৃতদেহগুলো পচে গিয়েছে। এটা খুবই ভয়ানক।’
তিনি আরো বলেন, ‘আমরা লাশগুলো ২০ কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছি। লাশগুলো কোথাও দল আকারে, কোথাও গাছের নিচে, কোথাও বা খালি জায়গায় পড়েছিল। কোথাও কোথাও মা ও শিশু একত্রে ছিল।’
মৃতদেহগুলো ইসলামী নিয়মানুযায়ী সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন আলহ্যাকেন।
নাইজার থেকে প্রায়ই মানুষজন আলজেরিয়ায় অবৈধভাবে ঢোকার চেষ্টা চালায় বলে জানিয়েছে দেশটির সরকার।
(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ৩১, ২০১৩)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর