thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজশাহীতে যুবকের গলিত লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২২ ১২:০৫:০১
রাজশাহীতে যুবকের গলিত লাশ উদ্ধার

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী নগরীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। বুধবার সকালে মতিহার থানার লঞ্চঘাট এলাকার পদ্মা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে পদ্মা নদীর পাড়ে লাশ ভাসতে দেখে মতিহার থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন. ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজানের কোনো স্থানে প্রায় সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যা করে লাশ গুম করতেই পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। পরে লাশটি রাজশাহী নগরী সংলগ্ন পদ্মায় ভেসে আসে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমসি/এএল/জানুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর